ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের আলোচনায় আসেন অভিনেত্রী পরীমনি। এবারের আলোচনার কারণ ভ্যালেন্টাইন উইকের মাঝামাঝি সময়ে তরুণ সংগীতশিল্পী শেখ সাদী তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন। ৯ ফেব্রুয়ারি রাতে, ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে শেখ সাদী ক্যাপশনে লেখেন, "অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।" এর সঙ্গে তিনি একটি ভালোবাসার ইমোজি যোগ করেন, যা দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
শেখ সাদীর এই মন্তব্যে পরীমনি নিজেও প্রতিক্রিয়া জানান। তিনি একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেন, "ওহ।" এরপর ভক্ত ও নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন, এবং কেউ কেউ ধারণা করতে শুরু করেন যে, সাদী পরীমনির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শেখ সাদী বলেন, তিনি তেমন কিছু সিরিয়াস ভাবেননি এবং ধারণা করেননি যে, তার পোস্ট এতটা আলোচিত হবে। তিনি আরও জানান, ক্যাপশনটি তিনি চ্যাটজিপিটির কাছ থেকে নিয়েছেন। তবে মজা করে বলেন, “প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক।” এদিকে, পরীমনি এই মন্তব্যের পর তার ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি স্পষ্ট করেন, "ওরে পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।"